নরসিংদীতে ৫০ হাজার পরিবারের কাছে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছে জেলা আওয়ামী লীগ

3648

Published on এপ্রিল 16, 2020
  • Details Image

করোনা ভাইরাস সংক্রমণ রোধে দেশে চলমান সাধারণ ছুটি ঘোষণায় স্থবির হয়ে পড়েছে সাধারণ মানুষের জীবন। ফলে কর্মজীবীরা হয়ে পড়েছেন কর্মহীন। তাই এ কর্মহীনতা যেন তাদেরকে ফেলে দিয়েছে কঠিন সংকটে। এমন সংকটাপন্ন অবস্থায় যেন কেউ খাদ্য সংকটে না ভুগে তা নিশ্চিত করতে কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছেন নরসিংদী জেলা আওয়ামী লীগ।

চলমান সংকটে সাধারণ মানুষের কষ্ট লাঘব করতে ৫০ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করার উদ্যোগ নিয়েছেন জেলা আওয়ামী লীগ। সভাপতি ও স্থানীয় সংসদ সদস্যের উদ্যোগে প্রাথমিকভাবে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) নরসিংদীতে কর্মহীন হয়ে পড়া ৬০০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। তবে ঘোষণাকৃত ৫০ হাজার পরিবারের জন্য খাদ্য সামগ্রী দেয়া চলমান থাকবে এবং তা ধাপে ধাপে বিতরণ করা হবে।

প্রথম ধাপ হিসেবে ইতিমধ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যঃ চাল, ডাল, তেল, পেয়াজ, সাবান এবং মাস্ক সহ অন্যান্য জিনিসপত্র সরবরাহ করা হয়েছে।। খাদ্য সামগ্রী একত্রিত করা ও সাধারণ জনগণের কাছে পৌঁছে দেয়াসহ সার্বিক দায়িত্বে কাজ করছে নরসিংদী জেলা ছাত্রলীগ, শ্রমিকলীগসহ অন্যান্য অঙ্গসংগঠন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত