1549
Published on এপ্রিল 15, 2020প্রাণঘাতি করোনা আতঙ্ক ও লকডাউনের প্রভাবে বিপর্যয় গ্রস্ত মফস্বল অঞ্চল কুড়িগ্রাম পৌরসভার হতদরিদ্র পরিবার। তাদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ কুড়িগ্রাম পৌর শাখার সদস্য ও কুড়িগ্রাম পৌর আওয়ামী লীগের ৯ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোস্তাফিজার রহমান সাজু। জনসমাগম এড়াতে কুড়িগ্রাম পৌরসভার ৯ টি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে বাড়িতে বাড়িতে গিয়ে ত্রাণ বিতরণ করেছেন তিনি।
আলহাজ্ব মোস্তাফিজার রহমান সাজু তার নিজস্ব অর্থায়নে কুড়িগ্রাম পৌরসভার নাজিরা মুন্সীপাড়া অঞ্চলের ১২ শত হত দরিদ্র পরিবারের মাঝে জনপ্রতি চাল ৩ কেজি চাল, ডাল হাফ কেজি, আলু ২ কেজি বিতরণ করেন। অপরদিকে কুড়িগ্রাম খলিলগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি ৬০ জনের মাঝে পরিমাণ মতো চাল, ডাল, আলু ও সাবান বিতরণ করেন।
কুড়িগ্রাম পৌরসভার ৯ টি ওয়ার্ডের বিভিন্ন গ্রামের ঘুরে ঘুরে হতদরিদ্রদের ঘরে গিয়ে নিজ হাতে এসব ত্রাণ পৌঁছে দিচ্ছেন তিনি। এছাড়া বিভিন্ন জায়গায় নগদ অর্থ সহযোগিতাও করেছেন তিনি।