খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে আওয়ামী লীগের ত্রাণ উপ-কমিটি

2700

Published on এপ্রিল 15, 2020
  • Details Image

হাসপাতালের চিকিৎসক, নার্স, বিভিন্ন পেশাজীবী সংগঠন, উপসানালয়, ইমাম, গরিব অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি।

আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে সংগঠনটি নেতাকর্মীরা নিজ নিজ এলাকায় খাদ্য সামগ্রী নিয়ে মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন।

ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি সূত্র জানায়, প্রতিটি সদস্য যার যার সামর্থ্য অনুযায়ী নিজ নিজ এলাকা অথবা যেখানে পারছেন সেখানে মানুষের পাশে দাঁড়াচ্ছেন।

ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সদ্য সচিব সুজিত রায় নন্দী বলেন, ত্রাণ উপ কমিটির সদস্যরা বিভিন্ন জায়গায় নিজ উদ্যোগে, সংগঠনের পক্ষে ত্রাণ বিতরণ অবাহত রেখেছেন। আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিদের্শে ত্রাণ উপ কমিটির প্রতিটি সদস্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যার যার সামর্থ অনুযায়ী কর্মহীন, অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত