2945
Published on এপ্রিল 15, 2020রাজবাড়ীর পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী উপজেলার নিম্ন আয়ের, দরিদ্র ও হতদরিদ্র ১২ হাজার পরিবারকে খাওয়ানোর দায়িত্ব নিয়েছে রাজবাড়ি জেলা আওয়ামী লীগ।
জেলা আওয়ামী লীগের সদস্য মিতুল হাকিমের উদ্যোগে ৩ এপ্রিল থেকে এই খাদ্য সহায়তা দেওয়া শুরু হয়েছে।
সহায়তার মধ্যে রয়েছে পরিবারপ্রতি ১০ কেজি চাল, ১ কেজি ডাল, তিন কেজি আলু, এক কেজি লবণ, এক লিটার তেল, পরিমাণ অনুসারে মরিচ, আদা, রসুন, মসলা ও একটি করে সাবান। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সহায়তায় প্রতিটি গ্রামে নিম্ন আয়ের, দরিদ্র ও হতদরিদ্র পরিবারগুলোর তালিকা প্রস্তুত করে কর্মীদের মাধ্যমে ত্রাণসামগ্রী পৌঁছে যাচ্ছে। এ ছাড়া তিনটি উপজেলার প্রতিটি বাজার ও মসজিদে হাত ধোয়ার জন্য হ্যান্ড শাওয়ার দেওয়া হয়েছে। এলাকার দলীয় নেতাকর্মী ও চিকিৎসকদের সমন্বয়ে পাঁচটি মেডিক্যাল স্বেচ্ছাসেবার টিম গঠিত হয়েছে। কোনো গ্রাম থেকে সাধারণ কোনো রোগী ফোন করলে মেডিক্যাল টিম গিয়ে তাদের উপজেলা হাসপাতালে এনে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করছে।