রাজবাড়িতে ১২ হাজার দরিদ্র পরিবারের পাশে জেলা আওয়ামী লীগ

2945

Published on এপ্রিল 15, 2020
  • Details Image

রাজবাড়ীর পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী উপজেলার নিম্ন আয়ের, দরিদ্র ও হতদরিদ্র ১২ হাজার পরিবারকে খাওয়ানোর দায়িত্ব নিয়েছে রাজবাড়ি জেলা আওয়ামী লীগ।
জেলা আওয়ামী লীগের সদস্য মিতুল হাকিমের উদ্যোগে ৩ এপ্রিল থেকে এই খাদ্য সহায়তা দেওয়া শুরু হয়েছে।

সহায়তার মধ্যে রয়েছে পরিবারপ্রতি ১০ কেজি চাল, ১ কেজি ডাল, তিন কেজি আলু, এক কেজি লবণ, এক লিটার তেল, পরিমাণ অনুসারে মরিচ, আদা, রসুন, মসলা ও একটি করে সাবান। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সহায়তায় প্রতিটি গ্রামে নিম্ন আয়ের, দরিদ্র ও হতদরিদ্র পরিবারগুলোর তালিকা প্রস্তুত করে কর্মীদের মাধ্যমে ত্রাণসামগ্রী পৌঁছে যাচ্ছে। এ ছাড়া তিনটি উপজেলার প্রতিটি বাজার ও মসজিদে হাত ধোয়ার জন্য হ্যান্ড শাওয়ার দেওয়া হয়েছে। এলাকার দলীয় নেতাকর্মী ও চিকিৎসকদের সমন্বয়ে পাঁচটি মেডিক্যাল স্বেচ্ছাসেবার টিম গঠিত হয়েছে। কোনো গ্রাম থেকে সাধারণ কোনো রোগী ফোন করলে মেডিক্যাল টিম গিয়ে তাদের উপজেলা হাসপাতালে এনে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করছে।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত