রাজবাড়ীতে জেলা আওয়ামী লীগের উদ্যোগে ভ্রাম্যমাণ স্বাস্থ্যসেবা চালু

2463

Published on এপ্রিল 15, 2020
  • Details Image

করোনা ভাইরাসের কারণে সাধারণ রোগীদের চিকিৎসা সেবা অব্যাহত রাখতে জেলা আওয়ামী লীগের উদ্যোগে রাজবাড়ী জেলার পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি উপজেলাতে ভ্রাম্যমাণ মেডিকেল স্বাস্থ্যসেবা চালু করা হয়েছে। ৪ এপ্রিল শনিবার থেকে এ স্বাস্থ্য সেবা চালু হয়েছে।

ভ্রাম্যমাণ ওই মেডিকেল টিমের চিকিৎসক ডা. সুপ্রভ আহমেদ জানান, জেলার উল্লেখিত তিনটি থানায় আমরা সেবা দেবো। রোগীরা প্রয়োজনে ০১৭৯৮৬২৭৩৩৬ ও ০১৮১৬৮৭১৬২০ ফোন করে আমাদের কাছ থেকে স্বাস্থ্যসেবা নিতে পারেন।

জানা গেছে, নম্বরগুলোতে কল করলে ভ্রাম্যমাণ মেডিকেল টিম ডাক্তারসহ অ্যাম্বুলেন্স নিয়ে চিকিৎসা সেবা প্রদানে ওই রোগীর বাড়ি পৌঁছে যাচ্ছেন। জেলার ৩টি উপজেলাতে করোনা ভাইরাসের সংক্রমণের ভয়ে হাসপাতাল বিমুখ রোগীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে এমন উদ্যোগ। ভ্রাম্যমাণ মেডিকেল টিমের চিকিৎসক ডা. তিতুমীর বিশ্বাস বলেন, শনিবার সকালে থেকে দুপুর পর্যন্ত পাংশা উপজেলার কলিমোহর ও সরিষা ইউনিয়নের ইউনিয়নের ছয়জন রোগীকে ভ্রাম্যমাণ মেডিকেল টিম সেবা দিয়েছে। ওই সকল রোগীদের ঔষুধ সরবরাহ করছেন স্থানীয় সংসদ সদস্য মো. জিল্লুল হাকিম ও জেলা আওয়ামী লীগের সদস্য আশিক মাহমুদ মিতুল হাকিম।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত