হঠাৎ লকডাউনে পড়ে যাওয়া এলাকাবাসীর ত্রাতা গফরগাঁও আওয়ামী লীগ

3077

Published on এপ্রিল 14, 2020
  • Details Image

গফরগাঁওয়ে হঠাৎ লকডাউনে পড়ে যাওয়া ২৩টি বাড়ির ৬০টি পরিবারকে ত্রাণ পৌঁছে দিয়ে বিপদ থেকে রক্ষা করলো স্থানীয় আওয়ামী লীগ।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা পরিষদ সংলগ্ন গফরগাঁও পৌর শহরের মুক্তিযোদ্ধা বদরুল আলম সড়কের বাসিন্দা একজন নারী করোনা পজিটিভ শনাক্ত হয় । উপজেলা প্রশাসন রাত সাড়ে এগারটায় ওই মহল্লার ২৩টি বাড়ির ৬০টি পরিবারকে লকডাউন ঘোষণা করেন। উপজেলা প্রশাসন নির্দেশ প্রদান করে জরুরী প্রয়োজন ব্যতিত লকডাউন চলাকালীন সময়ে উল্লেখিত বাড়ির বাসিন্দারা কেউ ঘরের বাইরে যেতে পারবে না অন্য এলাকার কোন লোক এইসব বাড়িতে প্রবেশ করতে পারবে না। মধ্যরাতে হঠাৎ লকডাউনের ঘোষণার পর এইসব বাড়ির বাসিন্দারা বিপাকে পড়ে যায় । তিনদিন পর শনিবার সকাল থেকেই ওই বাড়িগুলোর বাসিন্দা অনেক পরিবারের শিশুদের শিশু খাদ্য, অস্যুস্থ রোগীদের ওষুধ এমনকি অনেক পরিবার খাদ্য সংকটে পড়ে যায় । শরনাপন্ন হয় বাড়ির কাছের উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের কাছে। ফোন করে এমনকি বাড়ি থেকে জোরে জোরে চিৎকার করে তারা সাহায্য প্রার্থনা করতে থাকে। অনেক পরিবারের সদস্যরা কান্না করতে করতে বলতে থাকে তাদের ঘরে খাদ্য না পৌছালে তাদের শিশু সন্তানটি মারা যাবে। ভয় ও আতংকে কেউ তাদের প্রতি সাহায্যের হাত বাড়ায়নি।

এই অবস্থায় বিকল্প কোনও পথ না পেয়ে এই ৬০টি পরিবারের মধ্যে আটকে থাকা ফরিদুল আলম সজিব এই মহল্লাবাসীকে সাহায্যের জন্য রবিবার সন্ধ্যায় ফেইসবুকে স্ট্যাটাস আপডেট দেন। স্ট্যাটাসটি নজরে আসে গফরগাঁও আওয়ামী লীগের নেতৃবৃন্দের। এই ৬০টি পরিবারকে এই সমস্যা থেকে মুক্তি দিতে তাৎক্ষণিক উদ্যোগ নেন স্থানীয় এমপি ফাহমী গোলন্দাজ বাবেল ও পৌর মেয়র এসএম ইকবাল হোসেন সুমন।

রাত নয়টার দিকে পৌর মেয়র আওয়ামী লীগ নেতা এসএম ইকবাল হোসেন সুমনের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা তালিকা তৈরী করে মুক্তিযোদ্ধা বদরুল আলম সড়কের ২৩টি বাড়ির গেইটের সামনে গিয়ে ৬০টি পরিবারের জন্য ১০দিনের খাদ্য রেখে আসে। প্রত্যেক পরিবারের জন্য ১০দিনের জন্য চাউল, ডাল, তৈল, মসল্লা, শিশু খাদ্য, ওষুধ, সাবান, লবনসহ প্রয়োজনীয় গৃহস্থালী সব জিনিস সব জিনিস দেওয়া হয়। খাবার পেয়ে খুশী ৪দিন ধরে হঠাৎ লকডাউনে থাকা পরিবারগুলো। এলাকার বাসিন্দা সাইদুল মাষ্টার বলেন, এমপি ও মেয়রের এই উদ্যোগ ও সাহায্য আমাদের কঠিন সময়ের লড়াইয়ে অনেক উপকার করবে। স্থানীয় এমপি ফাহমী গোলন্দাজ বাবেল বলেন, মানবিক দায়িত্ববোধ থেকে তারা কাজটি করেছেন। লকডাউন পর্যন্ত এই সাহায্য তারা চালিয়ে যাবেন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত