3537
Published on এপ্রিল 12, 2020বর্তমান পরিস্থিতিতে খাদ্য উৎপাদন-সরবরাহ নিশ্চিত রাখতে ও কৃষকদের কল্যাণ সাধনে বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
- গ্রামীণ কৃষকদের জন্য ৫,০০০ কোটি টাকার একটি তহবিল করা হবে। ক্ষুদ্র ও মাঝরি চাষিরা এ তহবিল থেকে সর্বোচ্চ ৫% সুদে ঋণ পাবে।
- সারে ভর্তুকি বাবদ আগামী অর্থবছরের বাজেটে ৯০০০ কোটি টাকা বরাদ্দ রাখা হবে।
- ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বীজ ও চারা বিতরণের জন্য ১৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হবে।
- কৃষি মন্ত্রণালয় ইতোমধ্যে ধান কাটা ও মাড়াইয়ের কাজে যান্ত্রিকীকরণের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। আরও ১০০ কোটি টাকা এ খাতে বরাদ্দ দেওয়া হবে।
- কৃষক যেন বোরো ধানের ন্যায্য দাম পায়, সেদিকে লক্ষ্য রেখে খাদ্য মন্ত্রণালয় গতবছরের চেয়ে ২ লক্ষ মেট্রিক টন বেশি ধান চাল ক্রয় করবে।
- কেউ পেঁয়াজ, মরিচ, রসুন, আদাসহ মসলাজাতীয় কিছু উৎপাদন করলে বাংলাদেশ ব্যাংক থেকে মাত্র ৪% সুদে ঋণ দেওয়া হয়। এটাও অব্যাহত থাকবে।