কোভিড-১৯ মোকাবেলায় নিয়োজিতদের পাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

7074

Published on এপ্রিল 7, 2020
  • Details Image

কোভিড-১৯ মোকাবিলায় প্রত্যক্ষভাবে যেসব ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সশস্ত্র বাহিনীর সদস্য এবং প্রজাতন্ত্রের কর্মচারী নিয়োজিত আছেন তাদেরকে আজ আন্তরিক ধন্যবাদ জানান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তার সাথে উনি ঘোষণা দেন:

- কোভিড ১৯ মোকাবিলায় যেসব চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী প্রত্যক্ষভাবে কাজ করছেন, তাদের সম্মানী দিয়ে পুরস্কৃত করা হবে। এই বিষয়ে তালিকা তৈরী করার কাজ শুরু হয়ে গেছে।

- দায়িত্বপালনকালে যদি কেউ কভিড-১৯ এ আক্রান্ত হন, তার চিকিৎসার সমস্ত ব্যবস্থা সরকার নেবে।

- মাঠে থেকে দায়িত্ব পালন করে চলা সব স্বাস্থ্যকর্মী, প্রশাসনের কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, সশস্ত্র বাহিনীর সদস্য এবং প্রত্যক্ষভাবে নিয়োজিত প্রজাতন্ত্রের সকল কর্মচারীর জন্য বীমার ব্যবস্থা করা হবে।

- পদমর্যাদা অনুযায়ী ৫ থেকে ১০ লক্ষ টাকার স্বাস্থ্যবীমা করা হবে। মৃত্যুর ঝুঁকি আছে বা মৃত্যুবরণ করলে তাদের জন্য এই বীমা ৫ গুণ বৃদ্ধি করে হবে।

বর্তমান পরিস্থিতে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে এ ধরণের কৃতজ্ঞতার প্রকাশ ও সহায়তার আশ্বাস অবশ্যই সংশ্লিষ্ট সবাইকে আরও উজ্জীবিত করবে নিজেদের সর্বস্ব দিয়ে লড়াইয়ে নিয়োজিত থাকতে।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত