মুজিববর্ষ উপলক্ষ্যে আওয়ামী লীগকে চীনের কমিউনিস্ট পার্টির অভিনন্দন

2348

Published on মার্চ 12, 2020
  • Details Image

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে চীনের কমিউনিস্ট পার্টি আওয়ামী লীগকে উষ্ণ অভিনন্দন জানিয়েছে। বুধবার (১১ মার্চ) আওয়ামী লীগকে পাঠানো এক লিখিত বার্তায় চীনের ক্ষমতাসীন দল এই অভিনন্দন জানায়।

বার্তায় স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীকে ‘মুজিববর্ষ’ ঘোষণা করে বছরব্যাপী আয়োজিত কর্মসূচিকে অত্যন্ত আনন্দের সঙ্গে স্বাগত জানিয়েছে চীনের কমিউনিস্ট পার্টি। দলটি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশের বিস্ময়কর উন্নয়নের উচ্ছ্বসিত প্রশংসা করে দু‘দেশের মধ্যকার উষ্ণ সম্পর্ক জোরদার করার আশাবাদ ব্যক্ত করে।

এতে আরো উল্লেখ করা হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চীনের সঙ্গে এই ভূখণ্ড তথা বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্কের সূচনা করেন। এরপর থেকেই বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে কৌশলগত ও সহযোগিতামূলক অংশীদার হিসেবে কাজ করে যাচ্ছে চীন। ঐতিহাসিক এ সম্পর্কের ধারাবাহিকতায় পারস্পরিক বন্ধুত্ব ও শ্রদ্ধাবোধের মাধ্যমে চীনের কমিউনিস্ট পার্টি ও আওয়ামী লীগের মধ্যে যে সেতুবন্ধন রচিত হয়েছে, তা নিরবচ্ছিন্নভাবে আগামী দিনগুলোতে আরও এগিয়ে যাবে। অতীতের যেকোনও সময়ের চেয়ে চীন-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার হবে এবং ভবিষ্যতে আওয়ামী লীগ ও চীনের কমিউনিস্ট পার্টি একে অপরের পাশে থাকবে।

অভিনন্দন বার্তায় মুজিববর্ষের সফলতা কামনা করেছে চীনের কমিউনিস্ট পার্টি।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত