2419
Published on ফেব্রুয়ারি 26, 2020রাজবাড়ী জেলার পাংশা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে খন্দকার সাইফুল ইসলাম বুরোকে সভাপতি এবং ডা. এ এফ এম শফিউদ্দিন পাতাকে সাধারণ সম্পাদক পদে ঘোষণা করা হয়।
২৪ ফেব্রুয়ারি বিকাল ৪টায় পাংশা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন আমাদের অসতর্কতার কারণেই পাপিয়দের জন্ম হয়েছে। আমাদেরকে এখন থেকে সতর্ক থাকতে হবে। আর পাপিয়াদের মতো যারা দলে রয়েছে তাদের খুঁজে বের করে দল থেকে তাড়িয়ে দেওয়া হবে। পাপিয়াদের মতো যারা হাইব্রিড নেতা রয়েছে তাদেরকে চিহ্নিত করতে হবে। হাইব্রিড নেতাদের থেকে সবাইকে সতর্ক থাকতে হবে।
আব্দুর রহমান আরও বলেন, বাংলাদেশের আইন বিভাগ ও আদালত সব সময় নিরপেক্ষ। আদালত তাদের আইনের গতিতেই চলছে। খালেদা জিয়ার যত মামলা রয়েছে তা সবই তার কৃতকর্মের ফল। খালেদা জিয়ার মামলার রায়ে আদালতের উপর সরকারের কোন হস্তক্ষেপ নেই।
পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শফিকুল মোর্শেদ (আরুজের) সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. জিল্লুল হাকিম। এ সময় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. মির্জা আজম এমপি, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খোদেজা নাসরিন আক্তার হোসেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক কাজী ইরাদত আলী, জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার ও বিভিন্ন ইউনিয়নের নেত্রীবৃন্দ।প্রথম অধিবেশনে আলাচনা সভার পর জেলা আওয়ামী লীগের সভাপতি জিল্লুল হাকিমের সভাপতিত্বে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। এসময় সভা পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইরাদত আলী।
 
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                            