2280
Published on ফেব্রুয়ারি 25, 2020ইন্দুরকানীতে উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। নব গঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন এ্যাড,এম মতিউর রহমান এবং সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন সেলিম হাওলাদার।
শনিবার উপজেলা আ’লীগের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে সম্মেলনে উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড এম মতিউর রহমানের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন জেলা আ’লীগের সভাপতিও সাবেক এমপি একেএম এ আউয়াল। এ সময় বক্তব্য রাখেন জেলা আ’লীগেরসহ-সভাপতি ও পৌর মেয়র মোঃহাবিবুর রহমান মালেক, সাধারণ সম্পাদক এ্যাডঃ আঃহাকিম হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ও জেলাপরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, যুগ্ম সম্পাদক শাহজাহান খান,পিরোজপুর সদর উপজেলা চেয়ারম্যান মজিবু ররহমানখালেক, ইন্দুরকানী উপজেলা আ’লীগেরসহ-সভাপতি মাহামুদুল হক দুলাল, সাধারণ সম্পাদক মৃধা মোঃ মনিরুজ্জামান, পত্তাশী ইউপি চেয়ারম্যান মোঃ মোয়াজ্জেম হোসেন হাওলাদার, বালিপাড়াইউপি চেয়ারম্যান মোঃকবির হোসেন বয়াতী প্রমুখ। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কমিটিতে বড় পদ দুইটি। আপনার যারা নেতৃত্বস্থানীয় পর্যায়ে যারা আছেন তারা সবাই এ মর্যাদা অর্জনের যোগ্যতা রাখেন। কিন্তু সবাইকে তো আর এই দুই পদে স্থান দেয়া সম্ভব নয়। তাই যাদের হাতে দায়িত্ব তুলে দেয়া হবে দলীয় স্বার্থে ও আওয়ামীলীগকে শক্তিশালী করার লক্ষে আপনারা মিলেমিশে কাজ করবেন।
২২ তারিখের সম্মেলনে প্রথম অধিবেশনে কাউন্সিল ছাড়াই সম্মেলনের কার্যক্রম শেষ করা হয়। পরে ২৪ ফেব্রুয়ারী সভাপতি ও সাধারন সম্পাদকের নাম ঘোষনা করা হয়