মুজিব বর্ষ উপলক্ষে জামালপুর জেলা আওয়ামী লীগের জনসভা

4871

Published on ফেব্রুয়ারি 17, 2020
  • Details Image
১৫ ফেব্রুয়ারি, ২০২০ মুজিব বর্ষ উপলক্ষে জামালপুর জেলা স্কুল মাঠে বাংলাদেশ আওয়ামী লীগ জামালপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত জনসভা অনুষ্ঠিত হয়েছে।
 
জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ্‌'র সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ ড.মোঃ আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, প্রেসিডিয়াম সদস্য এডভোকেট জাহাঙ্গীর কবির নানক, প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জনাব আ.ফ.ম. বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক জনাব আহমদ হোসেন, সাংগঠনিক সম্পাদক জনাব বি.এম মোজাম্মেল হক, আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক বাবু অসীম কুমার উকিল, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব শফিউল আলম চৌধুরী নাদেল, আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক বেগম শামসুন্নাহার চাঁপা, কার্যনির্বাহী সংসদ মারুফা আক্তার পপি, পরিকল্পনা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ, তথ্য প্রতিমন্ত্রী ডা.মোঃ মুরাদ হাসান, ইঞ্জিনিয়ার মোঃ মোজাফফর হোসেন এমপি, বেগম হোসনে আরা এমপি।
 
জনসভায় বিভিন্ন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সম্পাদক ও বিভিন্ন ভাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। জনসভাটি সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী।
 
বেলা ২টার দিকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ মঞ্চে এলেও সকাল থেকেই জেলার ৭টি উপজেলা থেকে আওয়ামীলীগের সর্বস্তরের নেতা কর্মী এবং সাধারণ জনগণ সভাস্থলে আসতে থাকেন। দুপুরের মধ্যেই সভাস্থল কানায় কানায় ভরে যায়। কেন্দ্রীয় নেতৃবৃন্দ জামালপুর জেলাকে একটি উন্নত জেলা হিসাবে রূপান্তর করার প্রতিশ্রুতি দেন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত