পঞ্চগড় জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

3821

Published on ফেব্রুয়ারি 16, 2020
  • Details Image

১৪ ফেব্রুয়ারি, ২০২০ বিকেল ৪ টায় পঞ্চগড় জেলা আওয়ামী লীগের এক বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা সভাপতি, রেলপথ মন্ত্রী এডভোকেট নুরুল ইসলাম সুজন এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত এ'সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি। সভা পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট।

সভায় জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের বিদ্যমান সাংগঠনিক সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা শেষে সর্বসম্মতভাবে নানাবিধ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

আগামী ১২ এপ্রিল পঞ্চগড় জেলা আওয়ামী লীগের কাউন্সিল, ৩ এপ্রিল পঞ্চগড় সদর উপজেলা এবং ৪ এপ্রিল আটোয়ারী উপজেলা কাউন্সিল করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত