8501
Published on ফেব্রুয়ারি 14, 2020আগামীকাল ১৫ ফেব্রুয়ারি ২০২০ শনিবার সন্ধ্যা ৭টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এমপি’র সরকারি বাসভবন গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগ সংসদীয় বোর্ড ও সংগঠনের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভা অনুষ্ঠিত হবে।
সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী লীগ সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এমপি।
উল্লেখ্য গাইবান্ধা-৩, বাগেরহাট-৪, ঢাকা-১০, বগুড়া-১, যশোর-৬ আসনের উপ-নির্বাচন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে বাংলাদেশ আওয়ামী লীগ-এর মনোনয়ন প্রত্যাশীদের সন্ধ্যা ৬টার মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এমপি’র সরকারি বাসভবন গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
প্রেস বিজ্ঞপ্তি
তারিখ: ১৪ ফেব্রুয়ারি ২০২০