পাংশা পৌর আওয়ামীলীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

1751

Published on ডিসেম্বর 14, 2019
  • Details Image

রাজবাড়ীর পাংশা উপজেলার পৌর আওয়ামীলীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলে পূনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন পাংশা পৌরসভার সাবেক মেয়র মোঃ ওয়াজেদ আলী মাষ্টার, ১নং সহ সভাপতি সাবেক উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক দিপক কুমার কুন্ডু, এবং সাধারণ সম্পাদক পদে পূনরায় নির্বাচিত হয়েছেন প্যানেল মেয়র আব্দুল ওদুদ সরদার অতুর।

১২ ডিসেম্বর সোমবার পাংশা পৌর সভা চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

প্রকাশ্যে উপস্থিত ডেলিগেট কাউন্সিলরদের উপস্থিতিতে পাংশা পৌর আওয়ামীলীগের সভাপতি পদে ওয়াজেদ আলী মাষ্টারের বিপক্ষে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তাকে পুনরায় সভাপতি ঘোষনা করা হয়, এবং সাথে সাধারণ সম্পাদক পদে ওদুদ সরদার অতুর এর কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তাকে সাধারণ সম্পাদক ঘোষনা করা হয়।

এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করার মধ্য দিয়ে শুরু হয় কাউন্সিল অধিবেশন। পাংশা পৌর আওয়ামীলীগের সভাপতি সাবেক মেয়র মোঃ ওয়াজেদ আলী মাষ্টারের সভাপতিত্বে ও দিপক কুমার কুন্ডুর সঞ্চালনায় কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি ও রাজবাড়ী ২আসানের এমপি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পাংশা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ.কে এম শফিকুল মোরশেধ আরুজ,সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ হাসান আলী বিশ্বাস,জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম ফটিক,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পৌর মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস,পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ,উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস,পাংশা উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শাহিদুল ইসলাম মারুফসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত