1826
Published on ডিসেম্বর 14, 2019বরিশালের উজিরপুর উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে। ৭ ডিসেম্বর শনিবার সকাল ১০টায় মহিলা কলেজ মাঠে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহবায়ক(মন্ত্রী) ও জেলা আ’লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এমপি।
উপজেলা আ’লীগের সভাপতি এস.এম জামাল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি বলেন, বিএনপি- জামায়াতের শাসন আমলে হত্যা, সন্ত্রাস, জঙ্গীবাদের সৃষ্টি হয়েছিল। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসায় এগুলোকে নির্মূল করা হয়েছে । পাকিস্তানি দোসররা ষড়যন্ত্রের মাধ্যমে বঙ্গবন্ধু সহ পরিবারের অনেককে হত্যা করা হয়েছে। হত্যার পরে বিএনপি ইনডিমেনিটি আইন পাশ করে হত্যাকারীদের বিচার করতে দেয়নি। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দক্ষিনাঞ্চলের উন্নয়ন হয়। পায়রা সমুদ্রবন্দর, শেখ হাসিনা ক্যান্টনমেন্ট, রেল লাইন, বিশ্ববিদ্যালয়, আগৈঝাড়ায় ইকোনোমিক জোন সহ শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হয়েছে।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক সাংসদ এ্যাড: তালুকদার মোঃ ইউনুস, স্থানীয় এমপি মোঃ শাহে আলম, মহিলা সংরক্ষিত আসনের এমপি সৈয়দা রুবিনা আক্তার মীরা। সাংগঠনিক রিপোর্ট পাঠ করেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আঃ মজিদ সিকদার বাচ্চু। যুগ্ম সম্পাদক এ্যাড: সালাউদ্দিন সিবুর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান মনিরুন্নাহার মেরী, গৌরনদী পৌর মেয়র হারিচুর রহমান হারিচ, বানারীপাড়া পৌর মেয়র সুভাষ চন্দ্র শীল, উজিরপুর পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার আঃ রাজ্জাক, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সহ-সভাপতি হাফিজুর রহমান ইকবাল, অশোক কুমার হাওলাদার, অধ্যক্ষ সুখেন্দু শেখর বৈদ্য, জেলা পরিষদ সদস্য আওরঙ্গজেব প্রমুখ ।