ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

1931

Published on ডিসেম্বর 14, 2019
  • Details Image

ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে মুহা: সাদেক কুরাইশীকে সভাপতি ও দীপক কুমার রায়কে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেল ৩টায় জেলা শহরের জেলা পরিষদ অডিটোরিয়াম চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।

পরে জেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে ত্রি-বার্ষিক সম্মেলনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঠাকুরগাঁও-২ আসনেরর সংসদ সদস্য আলহাজ দবিরুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনের প্রথম অধিবেশনের সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।

এছাড়াও বক্তব্য দেন, আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক প্রমুখ।

সভা পরিচালনা করেন ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহা: সাদেক কুরাইশী।

সভায় শেষে জেলা কমিটির সভাপতি দবিরুল ইসলাম সমাপনি বক্তব্য শেষে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত ঘোষনা করেন এবং দ্বিতীয় অধিবেশন শুরু হয়। দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।

সকলের মতামতের ভিত্তিতে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে মুহা: সাদেক কুরাইশী ও সাধারণ সম্পাদক হিসেবে দীপক কুমার রায়ের নাম ঘোষণা করেন কেন্দ্রীয় আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. মোস্তাক আলম টুলু, দপ্তর সম্পাদক জুলফিকার আলী ভট্টু, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যা অ্যাড. অরুনাংশু দত্ত টিটো, সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, পৌর আওয়ামীলীগের সভাপতি ইকরামুল হক, সাধারন সম্পাদক মাসুদুর রহমান বাবু, জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল, সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীর, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুনাম, জেলা ছাত্রলীগের সভাপতি মাহবুব হোসেন রনি, সাধারণ সম্পাদক সানোয়ার পারভেজ পুলক প্রমুখ।

এছাড়াও সম্মেলনে জেলার ৬ থানা কমিটি, ইউনিয়ন কমিটি, ওয়ার্ড কমিটি, পৌরসভা কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত