2249
Published on ডিসেম্বর 10, 2019ভূরুঙ্গামারী উপজেলা আ.লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে শাহজাহান সিরাজ সভাপতি ও নুরুন্নবী চৌধুরী খোকন সাধারণ সম্পাদক পদে পূর্ন র্নিবাচিত হয়েছেন।
রবিবার উপজেলা মুক্ত মঞ্চে উপস্থিত দশ ইউনিয়নের ৩৯২ জন কাউন্সিলরের সংখ্যাগরিষ্ঠতার কন্ঠ ভোটের মাধ্যমে উক্ত উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে তিনজন ও সাধারণ সম্পাদক পদে দুইজন প্রতিদ্বন্দিতা করেন। সভাপতি পদে প্রতিদ্বন্দিতা করেন আলহাজ্ব ইসলামুল হক, মোহাম্মদ আলী মুকুল, ও সাধারণ সম্পাদক পদে আব্দুর রউফ মোল্লাহ। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল, সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ কুড়িগ্রাম জেলা শাখা ও উদ্বোধন করেন জাফর আলী (সাবেক এমপি) সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ কুড়িগ্রাম জেলা শাখা ও চেয়ারম্যান জেলা পরিষদ।
জেলার অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আক্তারুজ্জামান মন্ডল, চাষী আব্দুল করিম,আব্রাহাম লিংকন, ছানালাল বকসী, রাশেদুজ্জামান বাবু প্রমুখ।