1966
Published on ডিসেম্বর 10, 2019ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরার তালা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশন-২০১৯ অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১১টায় পাটকেলঘাটার কুমিরা হাইস্কুল মাঠে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়।
এর আগে সকালে তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নূরুল ইসলামের সভাপতিত্বে অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হুইপ আবু সাঈদ আল-মাহমুদ স্বপন এমপি, কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য এস.এম কামাল হোসেন এমপি, সাতক্ষীরা-২ আসনের সাংসদ মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহম্মেদ রবি। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ।
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের নেতা অধ্যাপক আবু আহমেদ, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, তালা আওয়ামী লীগের সভাপতি শেখ নূরুল ইসলাম, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহম্মদ স্বপন, তালা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কুমার প্রমুখ।