শালিখা উপজেলা আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলন সম্পন্ন

1811

Published on ডিসেম্বর 8, 2019
  • Details Image

মাগুরা জেলার শালিখা উপজেলা আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলনে সম্পন্ন হয়েছে । জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় এই সম্মেলন । অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তিলাওয়াত ,অতিথিদের পরিচয় পর্ব, পুস্পমাল্য অর্পন করা হয় ।

অনুষ্ঠানের উদ্বোধন ও সভাপতিত্ব করেন মাগুরা জেলা আওয়ামীগের সভাপতি আলহাজ্ব তানজেল হোসেন খান । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আব্দুর রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো: আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক জনাব মোঃ হাবিবুর রহমান সিরাজ, বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য পারভিন জামান কল্পনা, ড: শ্রী বীরেন শিকদার এমপি,  মাগুরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রী পঙ্কজ কুন্ডু,  জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শ্রী বাসুদেব কুন্ডু।

প্রধান অতিথির বক্তব্যে জনাব মোঃ আব্দুর রহমান বলেন , দেশকে এগিয়ে নিতে হলে আওয়ামী লীগের বিকল্প নেই । আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের গড়িব অসহায় মানুষ দুবেলা দুমুঠো খাবার খেতে পারে ,আওয়ামী লীগ ক্ষমতায় আছে তাই বৃদ্ধ মানুষ পাচ্ছেন বয়স্ক ভাতা, বিধবা মহিলারা পাচ্ছেন বিধবা ভাতা, মুক্তিযোদ্ধারা পাচ্ছেন, মুক্তিযোদ্ধা ভাতা।তিনি বলেন কোনো অপ শক্তি আওয়ামীলীগের উন্নয়নের অগ্রগতিকে বাধা গ্রস্থ করতে পারবে না।

প্রধান বক্তার বক্তব্যে জনাব মো: আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি বলেন , দলকে শক্তিশালী করতে হলে সবাইকে এক হয়ে কাজ করতে হবে ।দলের ভেতরে কোনো অনুপ্রবেশকারীর জায়গা হবে না বলে সাফ জানিয়েদেন তিনি, তিনি আরো বলেন তৃণমূলের শক্তিই প্রধান শক্তি, তৃণমূলের কোনো কর্মী যাতে কোনো নেতা দ্বারা কষ্ট না পায় সেই দিকে লক্ষ রাখতে হবে বলে বলেন তিনি ।

অনুষ্ঠান শেষে আনন্দঘন পরিবেশে ,আগামী ৩ বছরের জন্য কাউন্সিলরদের ভোটের মাধ্যমে শালিখা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদক নির্বাচন অনুষ্ঠিত হয়। শালিখা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ,শ্যামল কুমার দে ,এবং সম্পাদক আরজ আলি বিশ্বাস কাউন্সিলরদের ভোটের মাধ্যমে নির্বাচিত হন ।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত