2115
Published on ডিসেম্বর 8, 2019ঝালকাঠির নলছিটি উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
০৬/১২/২০১৯ইং তারিখ শুক্রবার বিকালে নলছিটি সরকারি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা এবং বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক শিল্পমন্ত্রী ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আমির হোসেন আমু এমপি।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামিলীগের সিনিয়র সহ-সভাপতি ও নলছিটি উপজেলা চেয়ারম্যান সিদ্দিকুর রহমান।
ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন, নলছিটি পৌর-মেয়র তসলিম উদ্দিন চৌধুরী।
উপস্থিত কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে তসলিম উদ্দিন চৌধুরীকে পূনরায় সভাপতি ও অ্যাড ইউনুস লস্করকে সাধারণ সম্পাদক করে উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, জেলা আওয়ামিলীগের সিনিয়র সহ-সভাপতি ও নলছিটি উপজেলা চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডঃ ইউনুস লস্কর, পৌর মেয়র তসলিম উদ্দিন চৌধুরী প্রমুখ।
এসময় উপজেলা আওয়ামিলীগ, আওয়ামী যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।