2192
Published on ডিসেম্বর 8, 2019বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় সম্পন্ন হয়েছে।
সম্মেলনে সভাপতি পদে এইচ এম জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক পদে মো. হারিছুর রহমান পুনর্নির্বাচিত হয়েছেন।
গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচ এম জয়নাল আবেদীনের সভাপতিত্বে ওইদিন বিকেল ৪টায় উপজেলা সদরের সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক, জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, আলহাজ আবুল হাসানাত আব্দুল্লাহর সহধর্মিণী ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য বেগম শাহানারা আব্দুল্লাহ, বরিশাল জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের পরিচালক ও বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় নেতা সেরনিয়াবাত মঈন আব্দুল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গৌরনদী পৌর মেয়র মো. হারিছুর রহমান, বরিশাল জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি আবিদ আল হাসান ও বরিশাল জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক।
সম্মেলনে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বরিশাল জেলা পরিষদের সদস্য এইচ এম রাজু আহাম্মেদ হারুন, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, সাবেক নারী ভাইস চেয়ারম্যান সাহিদা আক্তার, গৌরনদী পৌর আওয়ামী লীগের সভাপতি মো. মনির হোসেন মিয়া, সাধারণ সম্পাদক মো. কবির হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সেরনিয়াবাত আব্দুস সালাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নলচিড়া ইউপির চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক আবুল হোসেন মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর মো. জামাল হোসেন বাচ্চু, উপজেলা যুবলীগের সভাপতি মো. আনিসুর রহমান, সাধারণ সম্পাদক সৈয়দ মাহাবুব আলম, পৌর যুবলীগের সভাপতি আতিকুর রহমার শামীম, সাধারণ সম্পাদক আল আমিন হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়েরুল ইসলাম সান্টু ভূইয়া, সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান দীপ, সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি সুজন হাওলাদার, সাধারণ সম্পাদক রাতুল শরীফ, পৌর ছাত্রলীগের সভাপতি মিলন খলিফা, সাধারণ সম্পাদক প্রিন্স রোনাল্ড বেপারী প্রমুখ।