সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

2817

Published on ডিসেম্বর 5, 2019
  • Details Image

আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টায় জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল হক হানিফসহ সিলেট আওয়ামী লীগ নেতৃবৃন্দ। এসময় শান্তির প্রতিক পায়রা ও বেলুন ওড়ানো হয়।

সকাল ৯ টার পর থেকেই স্থানীয় নেতা-কর্মীদের খণ্ড খণ্ড মিছিল সম্মেলন স্থলে আসতে থাকে। এতে জয় বাংলা স্লোগানে মুখরিত হয়ে ওঠে আলীয়া মাদ্রাসা মাঠ।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আব্দুর রহমান, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় সদস্য সুজিত রায় নন্দী, অধ্যাপক মো. রফিকুর রহমান প্রমুখ।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেল সোয়া তিনটায় সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নতুন নেতৃত্বের নাম ঘোষণা করেন।

সম্মেলনে সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান এবং মহানগর আওয়ামীলীগের সভাপতি মাশুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন নির্বাচিত হয়েছেন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত