2266
Published on ডিসেম্বর 3, 2019ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সাবেক এমপি ইমদাদুল হক সভাপতি এবং সাংগঠনিক সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার সন্ধা ৭টায় ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক ও কাউন্সিল অধিবেশনের নির্বাচন কমিশনার অ্যাড. তোজাম্মেল হক মঞ্জু।
তিনি জানান, সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে গোপন ভোটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করেছেন দলীয় কাউন্সিলররা। এতে ৩৯৯ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এর আগে সকালে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন এমপি।
প্রথম অধিবেশনে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইকরামুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মু. সাদেক কুরাইশী, সাবেক এমপি ইমদাদুল হক, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আখতারুল ইসলাম, পৌর মেয়র কশিরুল আলম প্রমুখ।
সম্মেলনে জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব দবিরুল ইসলাম এমপি, সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য সেলিনা জাহান লিটা উপস্থিত ছিলেন।