1889
Published on ডিসেম্বর 3, 2019ভোলার বোরহানউদ্দিন উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিতহয়েছে। এতে বর্তমান কমিটির সভাপতি জসিম উদ্দীন হায়দারকে আবারো সভাপতি, রফিকুল ইসলাম মেয়রকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটিগঠন করা হয়।
রবিবার (১ ডিসেম্বর) জাতীয় ও দলীয়পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে অংশনেন সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপি।
সম্মেলনের উদ্বোধক হিসেবে উপস্থিতছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতিফজলুল কাদের মজনু মোল্লা। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতছিলেন ভোলা-২ আসনের সংসদ সদস্যআলী আজম মুকুল, বোরহানউদ্দিন উপজেলার চেয়ারম্যান আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমুখ।
একটি পৌর সভা ৯ ইউনিয়নের নেতা কর্মীও সাধারণ জনগণের উপস্থিতিতে উপজেলাআওয়ামী লীগের নতুন কমিটি নির্ধারণ করা হয়।