দৌলতখান উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

2050

Published on ডিসেম্বর 3, 2019
  • Details Image

গত ৩০ নভেম্বর ভোলার দৌলতখান উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

এতে বর্তমান কমিটির সভাপতি নাছির আহমেদ খানকে সভাপতি ও আনোয়ার হোসেন জাহাঙ্গীর কে সাধারন সম্পাদক ও উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক হামিদুর রহমান টিপুকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। শনিবার দৌলতখান বাজারে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে এই ত্রি-বার্ষিক সম্মেলন এর কার্যক্রম শুরু হয়। এতে প্রধান অতিথি হিসাবে টেলিকনফারেন্সে অংশ নেন সাবেক বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপি। এসময় তিনি বলেন, ষড়যন্ত্রকারীরা টিকে থাকে না,আওয়ামী লীগকে চক্রান্ত করে ধ্বংস করা যাবে না। ষড়যন্ত্রকারীদের ব্যাপারে সর্তক থাকতে হবে। আওয়ামী লীগের অনেক ঐতিহ্য রয়েছে। তা ধরে রেখে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। তৃণমূল আওয়ামীলীগকে আরো শক্তিশালী করতে ঐক্য বদ্ধ ভাবে কাজ করার আহবান জানান তিনি।

সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদ আবদুল মমিন টুলু। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ভোলা-২ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলী আজম মুকুল, দৌলতখান উপজেলার চেয়ারম্যান মনজুরুল আলম খান,জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব।

একটি পৌর সভা ৯ ইউনিয়নের ৯০ টি ওয়ার্ডের ৩৯৪ জন কাউন্সিলর ভোটের মাধ্যমে উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি গঠন করা হয়।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত