কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

2041

Published on ডিসেম্বর 3, 2019
  • Details Image

আওয়ামী লীগের কেন্দুয়া উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে এ্যাডভোকেট আব্দুল কাদির ভূঁইয়া সভাপতি ও আসাদুল হক ভূঁইয়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার দিনের বেলায় সম্মেলন শেষে সন্ধ্যার পর কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। গণনা শেষে রাত ১০টার দিকে ফলাফল ঘোষণা করা হয়। কাউন্সিল অধিবেশনে তিনজন এবং সাধারণ সম্পাদক পদে দু’জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। 

জানা গেছে, শনিবার বেলা ১১টার দিকে স্থানীয় উপজেলা পরিষদ চত্বরে জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়র রহমান খান আনুষ্ঠানিকভাবে সম্মেলন উদ্বোধন করেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন সিরাজ। প্রধান বক্তা ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু। বিদায়ী কমিটির সভাপতি নুরুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী ও কামরুল হাসান ভূঁইয়ার সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, কেন্দ্রীয় নেতা মির্জা আজম এমপি, অধ্যাপক রেমন্ড আরেং প্রমুখ।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত