1330
Published on ডিসেম্বর 3, 2019সাতক্ষীরার শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সোমবার (২ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে। এতে সমঝোতার মাধ্যমে সংসদ সদস্য এস এম জগলুল হায়দারকে পুনরায় সভাপতি ও আতাউল হক দোলনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
নকিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা, সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আফম রুহুল হক (এমপি)। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি (এমপি)। বিশেষ অতিথি ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য এস এম কামাল হোসেন, সাবেক এমপি, মুক্তিযোদ্ধা এ কে ফজলুল হক প্রমুখ। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম।
সম্মেলনে বিশেষ বক্তা ছিলেন, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আবু আহমেদ, সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, শেখ সাহিদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, জাফরুল আলম বাবু প্রমুখ। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জগলুল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন আতাউল হক দোলন।