2097
Published on নভেম্বর 28, 2019ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এতে মোশারফে হোসেনকে সভাপতি ও নজরুল ইসলাম গোলদারকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়।
২৮ নভেম্বর উপজেলার সরকারি স্কুল মাঠে জাতীয় পতাকা উত্তোলণের মধ্যদিয়ে সম্মেলণের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগ সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা।
পরে কাউন্সিল অধিবেশনের আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নকীব, পৌর মেয়র মনিরুজ্জামান মনির, সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার। সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোশারেফ হোসেন। সম্মেলণে একটি পৌরসভা ও ১৩টি ইউনিয়নের কাউন্সিলর ও ডেলিগেট অংশ নেন।
উপস্থিত কাউন্সিলর ও ডেলিকেট সর্বসম্মতিক্রমে মোশারেফ হোসেনকে সভাপতি ও নজরুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।