1233
Published on নভেম্বর 28, 2019২৭ নভেম্বর বেলা ১১ টায় সরকারি স্কুল মাঠে জাতীয় পতাকা উত্তোলণের মধ্যদিয়ে সম্মেলণের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগ সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা।
পরে কাউন্সিল অধিবেশনের আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোশারেফ হোসেন সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার।
সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগ সভাপিত নাজিবুল্লাহ নাজু। সম্মেলণে পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে সহ¯্রাধিক কাউন্সিলর ও ডেলেকেট অংশ নেয়। পরে সর্বসম্মতিক্রমে নাজিবুল্লাহ নাজুকে সভাপতি ও শাহ আলী নেওয়াজ পলাশকে দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।