মির্জাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

1845

Published on নভেম্বর 27, 2019
  • Details Image

মির্জাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটিতে গাজী আত্‌হার উদ্দিন আহম্মেদ সভাপতি এবং মো. জসিম উদ্দিন জুয়েল বেপারী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

২৫ নভেম্বর রাতে সুবিদখালী র.ই মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শেষে প্রধান অতিথি পটুয়াখালী- ১ আসনের এম.পি ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এ্যাড. মো. শাহজাহান মিয়া এ কমিটি ঘোষণা করেন।

সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকলেও সম্মেলনের দ্বিতীয় পর্বের শুরুতেই সভাপতি পদে উপজেলা আওয়ামী লীগের আহবায়ক গাজী আত্‌হার উদ্দিন আহম্মেদ ও সদর ইউপি চেয়ারম্যান মো. আঃ আজিজ হাওলাদার এবং সাধারণ সম্পাদক পদে যুগ্ম আহবায়ক মো. ইউনুচ আলী সরদার ও মো. জসিম উদ্দিন জুয়েল বেপারী ছাড়া অন্যরা তাদের প্রার্থিতা প্রত্যাহার করেন।

পরে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে গাজী আত্‌হার উদ্দিন আহম্মেদ সভাপতি ও মো. জসিম উদ্দিন জুয়েল বেপারী সাধারণ সম্পাদক নির্বাচিত হন। কমিটির অন্য সদস্যদের নাম পরে ঘোষণা করা হবে বলে জানানো হয়।

সম্মেলনে প্রথম অধিবেশনের উদ্বোধন করেন, বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এ্যাড. আফজাল হোসেন। উপজেলা আওয়ামী লীগের আহবায়ক গাজী আত্‌হার উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. বাবু শৈলেন চন্দ্র দেবনাথ, সহ-সভাপতি ও পটুয়াখালী সদর উপজেলা চেয়ারম্যান মো. সরোয়ার হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান মো. খলিলুর রহমান মোহন মিয়া ও মির্জাগঞ্জ উপজেলা চেয়ারম্যান খান মো. আবু বকর সিদ্দিকী প্রমুখ।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত