1341
Published on নভেম্বর 27, 2019পটুয়াখালী পৌর শাখা আওয়ামীলীগের ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২৬ নভেম্বর সকাল ১০টায় শের-ই-বাংলা পাঠাগারে পৌর আওয়ামীলীগের সভাপতি শাহ জালাল খানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এ্যাডভোকেট তারিকুজ্জামান মনির সঞ্চালনায় উদ্বোধক ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট আফজাল হোসেন, প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি জাতীয় সংসদ সদস্য এ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি জাতীয় সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, যুগ্ম সাধারন সম্পাদক সাবেক ভিপি আঃ মান্নান, যুগ্ম সাধারন সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট গোলাম সরোয়ার, সাংগঠনিক সম্পাদক সাবেক মেয়র ডাঃ মোঃ শফিকুল ইসলাম।
সম্মেলনে শাহ জালাল খানকে সভাপতি এবং অ্যাড. তারিকুজ্জামান মনিকে সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়েছে।