1415
Published on নভেম্বর 27, 2019বাগেরহাটের চিতলমারী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. বাবুল হোসেন খানকে সভাপতি এবং পীযুষ কান্তি রায়কে সাধারণ সম্পাদক করে চিতলমারী উপজেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) জেলার চিতলমারী উপজেলা চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. বাবুল হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মির্জা আজম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মো. কামরুজ্জামান টুকু, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য অ্যাড. রিয়াজুল কবির কাওসার, অ্যাড. আমিরুল আলম মিলন এসএম কামাল হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. অশোক কুমার বড়াল, সাংগঠনিক সম্পাদক মীর ফজলে সাঈদ ডাবলু প্রমুখ।
এই কমিটিকে আগামী দশ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ প্রদান করেছেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান টুকু।