দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন সম্পন্ন

1348

Published on নভেম্বর 27, 2019
  • Details Image

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন সম্পন্ন হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) দিনভর এ সম্মেলনের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নেতা নির্বাচন করেন কাউন্সিলররা।

সভাপতি পদে ১৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মুক্তিযোদ্ধা সাইফুল আলম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি শাহ সমির উদ্দিন ৯৩ ভোট পেয়েছেন। এছাড়া আব্দুর রব ৫৭ ভোট, তপন চন্দ্র পাল ২৭ ভোট, মকবুল হোসেন মাখন ২১ ভোট ও শাহেদ আহমদ ৯ ভোট পেয়েছেন। সভাপতি পদে ৬ জন প্রার্থী ছিলেন।

এদিকে ১০৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এডভোকেট শামীম আহমদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বদরুল ইসলাম পেয়েছেন ১০১ ভোট। এছাড়া রাজ্জাক হোসেন ৮৮ ভোট, ফখরুল ইসলাম শায়েস্তা ৬৪ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে ৪ জন প্রার্থী ছিলেন।

দক্ষিণ কুচাইস্থ একটি ইছরাব আলী স্কুল এন্ড কলেজের খেলার মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিশেষ অতিথি ছিলেন সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় নির্বাহী সদস্য বদর উদ্দিন আহমদ কামরান, উদ্বোধক ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট লুৎফুর রহমান, প্রধান বক্তা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত