শরণখোলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

1891

Published on নভেম্বর 27, 2019
  • Details Image

দীর্ঘ ৭ বছর পর উৎসবমুখর পরিবেশে বাগেরহাটের শরণখোলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।এতে পুনরায় কামাল উদ্দিন আকনকে সভাপতি ও আজমল হোসেন মুক্তাকে সাধারণ সম্পাদক করা হয়।

সোমবার সকালে উপজেলার রায়েন্দা সরকারি পাইলট হাইস্কুল মাঠে সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জমান টুকু।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন আকনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দি। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য রিয়াজুল কবির কাওসার, অ্যাডভোকেট আমিরুল আলম মিলন, জেলা কমিটির সহসভাপতি অ্যাডভোকেট মো. আলী আকব্বর ও ডা. আব্দুল মতিন আকন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কমিটির সহ-সভাপতি এম সাইফুল ইসলাম খোকন, যুগ্ম-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম কালাম, সাব্বির আহম্মেদ মুক্তা, রায়েন্দা ইউপি সভাপতি শাহজাহান বাদল জোমাদ্দার, সাধারণ সম্পাদক জালাল আহম্মেদ রুমি প্রমুখ।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত