2508
Published on নভেম্বর 26, 2019দশমিনা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন শনিবার সম্পন্ন হয়েছে। উপজেলা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা চেয়ারম্যান আব্দুল আজীজ মিয়া সভাপতি নির্বাচিত হয়েছেন। সাত প্রার্থীর মধ্যে অ্যাডভোকেট ইকবাল মাহামুদ লিটন ১২২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সাধারণ সম্পাদক পদের প্রার্থীদের মধ্যে সমঝোতা না হওয়ায় ভোটের দাবিতে লিটনের সমর্থকরা কেন্দ্রীয় ও জেলা নেতাদের সামনে শুয়ে পড়ে অবস্থান নেন। এরপর কেন্দ্রীয় ও জেলা নেতারা সাধারণ সম্পাদক পদের জন্য ভোটের সিদ্ধান্ত নেন। মোট ৩১৭ ভোটারের মধ্যে ১৩৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। রাত ৯টায় লিটনকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, জেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক ধর্মপ্রতিমন্ত্রী অ্যাডভোকেট শাহজাহান মিয়া এমপি, স্থানীয় সংসদ সদস্য এসএম শাহজাদা, জেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান মোহন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) কাজী আলমগীর হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান, অ্যাডভোকেট মো. গোলাম সারোয়ার প্রমুখ।