2097
Published on নভেম্বর 26, 2019বাগেরহাট জেলার মোংলা পৌর ও উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) সকালে মোংলা হ্যালিপ্যাড মাঠ চত্বরে সম্মেলনের উদ্বোধন করেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ডাঃ মোজাম্মেল হোসেন এমপি।
সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাগেরহাট জেলা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান পৌর সভাপতি ও বাবু সুনীল কুমার বিশ্বাস উপজেলা সভাপতি নির্বাচিত হয়েছেন। পৌর ও উপজেলায় সাধারন সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় সমঝোতার মধ্য দিয়ে পৌর আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম ও উপজেলায় ইব্রাহীম হোসেন কে সাধারন সম্পাদক পদে নির্বাচিত করা হয়।
মোংলা পৌর ও উপজেলা আওয়ামী লীগের আয়োজনে সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদ হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন এমপি।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ইব্রাহীম হোসেনের সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও খুলনা সিটি কর্পোরেশনের সফল মেয়র আলহাজ তালুকদার আব্দুল খালেক।
বিশেষ অতিথি ছিলেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি, এস এম কামাল হোসেন, নির্বাহী সদস্য বাংলাদেশ আওয়ামীলীগ, এ্যাড আমিরুল আলম মিলন ,বাগেরহাট জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আলহাজ শাহ-ই-আলম বাচ্চু, বাগেরহাট জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আলহাজ্ব ইদ্রিস আলী ইজারদার, বাগেরহাট জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি অধ্যাপক মোল্ল্যা আব্দুর রউফ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক ও বাগেরহাট জেলা পরিষদের চেয়ারম্যান শেখ কামরুজ্জামান টুকু।
সভায় অন্যান্যের মধ্যে বাগেরহাট জেলা আওয়ামীলীগ এর সাংস্কৃতিক সম্পাদক শেখ ইলিয়াস হোসেন, মোংলা উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, মোংলা পৌর আওয়ামীলীগ (ভারপ্রাপ্ত)সভাপতি আলহাজ্ব শেখ আঃ সালাম, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ও বাগেরহাট জেলা পরিষদ এর সম্মানিত সদস্য শেখ আঃ রহমান, মোংলা উপজেলা যুবলীগের সভাপতি ইস্রাফিল হাওলাদার, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, মোংলা পৌর যুবলীগ এর সভাপতি (ভারপ্রাপ্ত) ও বাগেরহাট জেলা যুবলীগ এর অন্যতম সদস্য এস,এম,কবির হোসেন, সাধারণ সম্পাদক শেখ আল-মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক নুর আলম(জিকু), সাংগঠনিক সম্পাদক এরশাদ হোসেন রনি, লিটন হোসেন নিরব, দপ্তর সম্পাদক মোঃ মেহেদী হাসান, পৌর ৮ নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আজগর হোসেন, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি এমরান বিশ্বাস, সাধারন সম্পাদক হাওলাদার তারিকুল ইসলাম, পৌর সভাপতি তালুকদার মিজানুর রহমান, সাধারন সম্পাদক ফাহিম হাসান, যুগ্ম সাধারন সম্পাদক নুর আলম(বাচ্চু), পৌর ছাত্রলীগ সভাপতি কে,এম,এইচ রানা, সাধারন সম্পাদক শেখ শাহরুখ বাপ্পী, উপজেলা ছাত্রলীগের সভাপতি শিকদার ইয়াছিন আরাফাত, সাধারন সম্পাদক সজীব খাঁন সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, জনপ্রতিনিধি সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।