2018
Published on নভেম্বর 25, 2019রামপাল উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বর্তমান সভাপতি আলহাজ্ব শেখ আব্দুল ওহাব কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে পূনরায় সভাপতি এবং রামপাল উপজেলা চেয়ারম্যান ও যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শুক্রবার সকাল ৯ টায় রামপাল উপজেলা পরিষদ চত্ত্বরে উৎসব মুখর পরিবেশে বর্তমান সভাপতি আলহাজ্ব শেখ আব্দুল ওহাব এর সভাপতিত্বে দিনব্যাপী কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।
দিনের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এম,পি। সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বন পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপ-মন্ত্রী হাবিবুন নাহার এম,পি, আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য এস,এম কামাল হোসেন, নির্বাহী সদস্য এ্যাডভোকেট আমিরুল আলম মিলন, সাবেক উপজেলা চেয়ারম্যান মোল্যা আব্দুর রউফ। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান কামারুজ্জামান টুকু, বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট এ,কে ফিরোজ টিপু, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সদস্য ও বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার, মল্লিকেরবেড় ইউপি চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক তালুকদার নাজমুল কবির ঝিলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি শেখ মোঃ আবু সাইদ, রামপাল উপজেলা চেয়ারম্যান ও বর্তমান সাধারণ সম্পাদক সেখ মোয়াজ্জেম হোসেন প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রামপাল সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জামিল হাসান জামু। সকাল ৯ টা থেকে প্রথম অধিবেশনে দুপুর ১ টা পর্যন্ত সম্মেলনের প্রথম অধিবেশনে উদ্বোধন ও উন্মুক্ত আলোচনার মাধ্যমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বর্তমান উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন সাধারন সম্পাদক নির্বাচিত হন।
দুপুর ৩ টা থেকে ৫ টা পর্যন্ত দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে ২২৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন আলহাজ্ব শেখ আব্দুল ওহাব তার নিকটতম প্রতিদ্বন্দ্বি শেখ মোঃ আবু সাঈদ পান ১৪৬ ভোট। ৩৯০ জন কাউন্সিলরের মধ্যে ৩৭৭ জন কাউন্সিলর তাদের ভোট প্রয়োগ করেন।