ঘোড়াশাল পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

2475

Published on নভেম্বর 25, 2019
  • Details Image

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শুক্রবার বিকেলে দলের পৌর কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়েছে।

ঘোড়াশাল পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি শরীফুল হকের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও পলাশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ।

এ সময় বক্তব্য রাখেন পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কবির মৃধা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আফরোজা দিলীপ ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আল মুজাহিদ হোসেন তুষার প্রমুখ।

সম্মেলনে পৌর মেয়র মো. শরীফুল হককে সভাপতি ও এস এম শফিকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ঘোড়াশাল পৌর আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়। পরবর্তীতে তারা পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত