1677
Published on নভেম্বর 25, 2019নওগাঁর মান্দা উপজেলার কালিকাপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় চকরঘুনাথ উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোল্লা এমদাদুল হক ও প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার জসিম উদ্দিন।
সম্মেলনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন কালিকাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সন্তোষ কুমার প্রামানিক। সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য ও নওগাঁ জেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহিন মনোয়ারা হক, সাংগঠনিক সম্পাদক বিভাষ মজুমদার গোপাল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ব্রহানী সুলতান গামা, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল খালেক, জেলা সদস্য বিমান সাহা, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল লতিফ শেখ, দপ্তর সম্পাদক অনুপ কুমার মহন্ত, আইন বিষয়ক সম্পাদক মির্জা মাহবুব বাচ্চু, সহপ্রচার সম্পাদক শরিফুল ইসলাম প্রমুখ।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন নওগাঁ জেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহিন মনোয়ারা হক। শেষে সর্বসম্মতিক্রমে মজিবর রহমানকে সভাপতি ও প্রভাষক আব্দুর রাজ্জাককে সাধারণ সম্পাদক করে কালিকাপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কমিটি গঠন করা হয়।