গলাচিপা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত

1839

Published on নভেম্বর 25, 2019
  • Details Image

গলাচিপা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়ামে এ সম্মেলন উদ্বোধন করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এ্যাভোকেট মো. আফজাল হোসেন।

এতে সভাপতিত্ব করেন গলাচিপা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ কুমার দে। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী এ্যাভোকেট মো. শাহজাহান মিয়া এম.পি।

অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক মুক্তিযোদ্ধা কাজী আলমগীল হোসেন, পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা, জাতীয় সংরক্ষিত মহিলা এমপি কাজী কানিজ সুলতানা হেলেন, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাশিনাথ দত্ত, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক পৌর চেয়ারম্যান সুলতান আহম্মেদ মৃধা, জেলা পরিষদের চেয়ারম্যান মো. মোহন মিয়া, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. শৈলেন চন্দ্র চন্দ, জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. হারুন অর রশিদ মিয়া, গলাচিপা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহীন শাহ।

এ সম্মেলনে মোট ১৫টি সাংগঠনিক ইউনিয়নের ডেলিগেট ও কাউন্সিলরসহ তৃণমূল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত