1619
Published on নভেম্বর 25, 2019নওগাঁর আত্রাই উপজেলার ভোঁপাড়া ইউনিয়নে আবুল কাশেম সভাপতি ও চঞ্চল কে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়েছে।
বুধবার বিকেলে ভোঁপাড়া ইউনিয়ন বঙ্গীয় রিলিফ কমিটি প্রাঙ্গনে আয়োজিত ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য ও জেলা আ'লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইসরাফিল আলম।
তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের কর্মকান্ডকে গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে আগামী ৩ বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়।
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেীধুরী গোলাম মোস্তফা বাদল।
ভোঁপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম লিটন।
অনুষ্ঠানে অন্যদেরমধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি উপজেলা চেয়ারম্যান এবাদুর রহমান, ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, ইউপি চেয়ারম্যান আফছার আলী, নাজমুল হক নাদিম, সম্মেলন প্রস্তুতির দায়িত্বপ্রাপ্ত নেতা শেখ আব্দুল বারী, ফেরদৌসী বেগম, আব্দল খালেক বিসা প্রমূখ।
এছাড়াও, উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, ইউনিয়ন আওয়ামী লীগ ও এর সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।