2574
Published on নভেম্বর 21, 2019সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশন সম্পন্ন হয়েছে। সম্মেলনে নরিম আলী মাষ্টার সভাপতি ও এনামুল হোসেন ছোটকে সাধারণ সম্পাদক ঘোষনা করেছে জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুর ১টার সময় সোহরাওয়ার্দী পার্কে সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের প্রধান অতিথি আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সংসদ সদস্য ডাঃ রুহুল হক বলেন, তলাবিহীন ঝুড়ি থেকে দেশকে উন্নয়নের শিখরে নিয়ে গেছে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা মানে বাংলাদেশের উন্নয়নের প্রতীক। দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দলীয় কোন্দল মতভেদ ভুলে ঐক্যবন্ধভাবে তার হাতকে শক্তিশালি করতে হবে। এজন্য জামায়াত-বিএনপি হতে কোন অনুপ্রবেশকারী দলে প্রবেশ করে জঙ্গীবাদ বিশৃংখলা সৃষ্টি করতে না পারে।
তিনি বলেন, শেখ হাসিনার হাত ধরে সাতক্ষীরায় ব্যাপক উন্নয়ন হয়েছে।
অনুষ্ঠানে আরেক অতিথি আওয়ামী লীগের সদস্য এস.এম. কামাল হোসেন বলেন, বিএনপি-জামায়াত জোট সরকার আমলে বিদ্যুৎতের লোডশেডিং এর প্রতিবাদ করতে যেয়ে মানুষকে গুলি করে মারা হয়েছে। বর্তমান সরকার ঘরে ঘরে শতভাগ বিদ্যুৎ পৌঁছে দিয়ে তার নজির স্থাপন করেছে।
তিনি বলেন, নির্বাচনে প্রতিশ্রুতি মোতাবেক সাধারণ জনগণকে ১০ টাকা কেজি চাউল, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধি ভাতা, ভিজিডি, ভিজি এফ, মাতৃত্ব ভাতা, গৃহহীনদের বাড়ী নির্মান, মৃক্তিযোদ্ধাদের ভাতা বাড়ানো এবং বাড়ি নির্মান ছাড়াও বছরের শুরুতেই আমাদের কোমলমতি ছাত্র-ছাত্রীদের হাতে বিনামূল্যে বই পৌছে দিয়ে এক দৃষ্টান্ত স্থাপন করেছে।
বিকাল ৩টার সময় প্রথম অধিবেশন সমাপ্ত হয়। বিকাল ৪টায় উপজেলা পরিষদ মিলনাতায়নে দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতি মুনছুর আহম্মেদ উক্ত সভায় জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্স কেন্দ্রীয় কমিটির সদস্য এস.এম কামাল নরিম আলী মাষ্টারকে সভাপতি এবং এনামুল হোসেন ছোটকে সাধারণ সম্পাদক ঘোষনা করেন।
অনুষ্ঠানের শুরুতেই বেলা ১টার সময় সমাবেশ স্থলে প্রধান অতিথি ডাঃ আ.ফ.ম রুহুল হকের নেতৃত্বে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা, দলীয় পতাকা ও ১২টা ইউনিয়ন আওয়ামীলীগের উত্তোলন করে উপজেলার ১২টি ইউনিয়নের মৃতবরণ কারি নেতা-কর্মীদের রুহের মাগফিরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।
ত্রি-বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনে অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ। উদ্ধোধক হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মুনছুর আহম্মেদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম, সাতক্ষীরা জেলা সহ-সভাপতি সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহম্মেদ রবি, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য এস.এম জগলুল হায়দার, সম্মেলন তদারকি কমিটির আহবায়ক ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাক্ষ জাফরুল আলম বাবু প্রমুখ।
এছাড়াও উক্ত সম্মেলনে মঞ্চে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অধ্যাপক আবু আহম্মেদ, ফিরোজ কামাল শুভ্র, দপ্তর সম্পাদক হারুঅর রশিদ, কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইদ মেহেদী, নির্বাচন তদারকি কমিটি সদস্য ও জেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক শফিউল আলম লেনিন, শ্যামনগর উপজেলা পরিষদের চেয়াম্যান ও থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল হক দোলন, সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আছাদুজ্জামান বাবু, আশাশুনি থানা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এ. বি মোস্তাকিন, খুলনা জেলা আওয়ামলী লীগের নেতা আ.হ.ম তারিক আহম্মেদ, কলরোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক থানা সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ, দেবহাটা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ওসমান গণি, সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর বেগম, কালিগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ প্রমুখ।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহযোগী সংগঠনের সভাপতি, সম্পাদক উপস্থিত ছিলেন।
সম্মেলনে কালিগঞ্জ থানা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুুতি কমিটির সদস্য সচিব ধলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সজল মুখার্জীর সঞ্চলানায় ও সম্মেলন প্রস্তুুত কমিটির আহবায়ক থানা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ও তারালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল ছোটর সভাপতিত্বে প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্য মন্ত্রী সংসদ সদস্য অধ্যাপক আলহাজ্ব ডাঃ আ.ফ.ম রুহুল হক।