2201
Published on নভেম্বর 21, 2019নওগাঁর পোরশা উপজেলার গাংগুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার গাংগুরিয়া কেজি স্কুল মাঠে সংশ্লিষ্ট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক জাভেদ জাহাঙ্গীর সোহেল, উপ-প্রচার সম্পাদক রনজিত সরকার, পোরশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম, সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী ও সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন। সম্মেলনে প্রধান অতিথি গাঙ্গুরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদকে সভাপতি ও বিশিষ্ট আড়ৎ ব্যবসায়ী তোজাম্মেল হককে সাধারন সম্পাদক করে ৬১সদস্য বিশিষ্ট ৩বছর মেয়াদে কমিটির মধ্যে চার জনের নাম ঘোষনা করেন।
এতে সাপাহার উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহাজাহান হোসেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সুদেব সাহা, ওবাইদুল্লা শেখ, গাঙ্গুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু বক্কার সিদ্দিক সহ স্থানীয় আওয়ামীলীগ ও এর অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর পূর্বে প্রধান অতিথি সরাইগাছি মোড়ে মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভ প্রাঙ্গনে মুক্তিযোদ্ধা নাম ফলক উম্মোচন করেন।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী ইউএনও নাজমুল হামিদ রেজা, এলজিইডি প্রকৌশলী মাহফুজার রহমান উপস্থিত ছিলেন। পরে বিকালে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ছাওড় ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলন যোগদেন।