1524
Published on নভেম্বর 21, 2019৭ নং কচুয়া সদর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আগামী তিন বছরের জন্য আতাউর রহমান মিঠু সভাপতি ও মো. শাহাদাত মিয়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।
১৭ নভেম্বর (রবিবার) বিকেলে কচুয়া উপজেলার কোমরকাশা জামালিয়া কমপ্লেক্স মিলনায়তনে ত্রি-বার্ষিক সম্মেলনে উৎসবমূখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
সম্মেলনে সভাপতি পদে আতাউর রহমান মিঠু ৯৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী লিটন মুন্সি পেয়েছে ৭১ ভোট। অপর দিকে সাধারণ সম্পাদক পদে মো. শাহাদাত হোসেন ১২১ ভোট পেয়ে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী বাবুল মিয়া পায় ৮০ ভোট। নির্বাচনে ২৫১ জন কাউন্সিলরের মধ্যে ২৩৭ জন কাউন্সিলর ভোটাধিকার প্রয়োগ করে।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক ও কচুয়া উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান শিশির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আইয়ুব আলী পাটওয়ারি, সহ-সভাপতি কামরুননাহার ভূইয়া, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহজাহান সম্রাট, মোতাহের হোসেন দুলাল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ আব্দুর জব্বার বাহার, সহদপ্তর সম্পাদক মো. কবির হোসেন, কোষাধ্যক্ষ নাজমুল হক মজুমদার মিঠু, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক তৌহিদুল ইসলাম খোকা, সদস্য ইঞ্জিঃ মুজিবুর রহমান, কচুয়া পৌর মেয়র নাজমুল আলম স্বপন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইঞ্জি: ইব্রাহীম খলিল বাদলসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।