1920
Published on নভেম্বর 21, 2019ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও শান্তিপূর্ণ পরিবেশে ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সন্মেলন সম্পন্ন হয়েছে। রোববার শহরের সরকারী ভূষন হাইস্কুল মাঠে অনুষ্ঠিত এ সন্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন (এমপি)। সম্মেলনে আবদুল মান্নান সভাপতি ও আনোয়ারুল আজিম আনার সাধারন সম্পাদক হিসেবে পুননির্বাচিত হয়েছেন। এ সম্মেলনে ২০ থেকে ২৫ হাজার নেতা কর্মীর সমাগম ঘটে। কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন আগামী ৭ দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠন করতে হবে।
এ উপলক্ষে সকাল ১০ টায় প্রধান অতিথি ও স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সন্মেলনের উদ্বোধন ঘোষনা করেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই এমপি।
অনুষ্ঠানের শুরুতে দলীয় বার্ষিক রিপোর্ট পেশ করেন, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও ঝিনাইদহ ৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার।
প্রধান অতিথির বক্তৃতায় কেন্দ্রীয় আ.লীগের সাংগাঠনিক সম্পাদক জাতীয় সংসদের হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন বলেন, বাংলাদেশ আওয়ামীলীগের একটি গৌরবময় ঐতিহ্য রয়েছে। এ দলের নেত্রী হিসেবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আজ দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তার একটাই লক্ষ্য দেশটাকে বঙ্গবন্ধুর সোনার বাংলা হিসেবে গড়ে তোলা। সে কারণে দলের নেতা কর্মীদেরকে তাকে অনুসরন করতে হবে। দলের মধ্যে কোন ক্যাসিনো, মাদক ব্যাবসায়ী ও সন্ত্রাসীদের ঠাই নেই। দলের নেত্রীর নির্দেশে তাদেরকে চিহ্নিত করে দল থেকে বের করে দেওয়া হবে। জাতীয় জনক বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ যুদ্ধ বিধস্ত দেশকে আজ একটি সমৃদ্ধিশালী দেশে পরিনত করেছেন। দেশনেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। তিনি বলেন, দলের মধ্যে কিছু হাইব্রিড নেতা তৈরী হয়েছে। তারা জনগনের সেবক নয়। তাদের ব্যাপারে দলের নেত্রীসহ নেতারা তীক্ষ্ণ নজর রাখছে। তিনি বলেন, বর্তমানে বাংলাদেশে এগিয়ে যাচ্ছে, দেশের মানুষ এখন আর কেউ না খেয়ে থাকেনা। এ অবদান বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার। শেখ হাসিনা আজ দেশের গর্ব। যা আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত স্বীকৃত। কালীগঞ্জে ১৯৭৫ সালের পর থেকে অদ্যাবধি পর্যন্ত আওয়ামী লীগের যে সব নেতা কর্মীরা মারা গেছেন তাদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়।
প্রধান বক্তা আওয়ামী লীগ ঝিনাইদহ জেলা শাখার সাধারন সম্পাদক ও পৌর মেয়র সাইদুল করিম মিন্টুর পরিচালনায় সন্মেলনে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগ কেন্দ্রিয় কার্যনির্বাহী কমিটির সদস্য পারভিন জামান কল্পনা।
কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. আজিজুর রহমান, জেলা আ.লীগ নেতা মকবুল হোসেন, তৈয়ব আলী জোয়ার্দ্দার ও ঝিনাইদহ -৩ আসনের সাংসদ শফিকুল আজম খান চঞ্চল, সাবেক এমপি শফিকুল ইসলাম অপু, কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ।