রংপুর সদর উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন

1779

Published on নভেম্বর 21, 2019
  • Details Image

হুমায়ুন কবিরকে সভাপতি অধ্যাপক এ কে এম হালিমুল হককে সাধারণ সম্পাদক করে রংপুর সদর উপজেলার আওয়ামী লীগের কমিটি গঠিত হয়েছে।

রবিবার রাত ১১টায় কাউন্সিলরদের ভোটে গণনা শেষে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু।

আওয়ামী লীগ রংপুর সদর উপজেলা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল রবিবার পাগলাপীর স্কুল মাঠে অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ আহমেদ।

কাউন্সিলে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড রেজাউল করিম রাজু।

মহানগর আওয়ামী লীগের সভাপতি শাফিয়ার রহমান বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি সাবেক সাংসদ হোসনে আরা লুটফা ডালিয়া, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি এড দিলশাদ ইসলাম মুকুল, অর্থ সম্পাদক আবুল কাসেম প্রমুখ।

দীর্ঘ পাঁচ বছর আগে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটিকে তিন মাসের মধ্যে কমিটি গঠন করার নির্দেশ দিয়েছিল জেলা কমিটি। এর মধ্যেই গত এক বছর আগে আহ্বায়ক মারা যায়। যুগ্ম আহ্বায়ক দিয়ে চলছিল সদর উপজেলা আওয়ামী লীগ।

গতকাল সম্মেলনের মধ্যদিয়ে কমিটি গঠন করা হল।

সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে দুজন করে প্রতিদ্বন্দ্বিতা করে তাদের মধ্যে সমঝোতা না হলে ২০৪ জন কাউন্সিলরের ভোটের মধ্যে দিয়ে হুমায়ুন কবির সভাপতি ও হালিমুল হক সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত