বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

2219

Published on নভেম্বর 21, 2019
  • Details Image

যশোরের বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন হয়েছে। ১৭ নভেম্বর রোববার বেলা ২ টায় বাঘারপাড়া মহিলা কলেজ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান।

সভাপতিত্ব করেন বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও যশোর-০৪ আসনের সংসদ সদস্য রনজিত কুমার রায়। সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব ও জেলা আওযামীলীগ নেতা অধ্যক্ষ আজগর আলী অনুষ্ঠানটি পরিচালনা করেন। আলোচনার ভিত্তিতে সম্মেলনে যশোর-০৪ আসনের সংসদ সদস্য রনজিত কুমার রায়কে পুনরায় সভাপতি ও হাসান আলীকে সাধারণ সম্পাদক হিসেবে বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রহমান বলেন, আওয়ামীলীগে আজ অনুপ্রবেশকারী হাইব্রিড নেতারা ফুরফুরে মেজাজে দাপিয়ে বেড়াচ্ছে। স্বাধীনতা পরবর্তী আওয়ামীলীগের নেতা-কর্মী ও আজকের নামধারী হাইব্রিডরা এক নয়। তৃণমূল নেতা-কর্মীদের এদের থেকে সর্বদা দুরে থাকতে হবে। এসব হাইব্রিডদের ছেঁটে ফেলে দলে প্রকৃত ও ত্যাগীদের নেতৃত্বে আনতে হবে।

প্রধান বক্তা খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন তাঁর বক্তব্যে বলেন, বিএনপিকে আমরা নয়, ধ্বংস করেছে তারেক জিয়া। আন্দোলনের নামে তারা জ্বালাও পোড়াও করলে তা প্রতিহত করা হবে। বিশেষ অতিথি কেন্দ্রীয় কমিটির সদস্য এসএম কামাল হোসেন বলেন, আওয়ামীলীগ ক্ষমতায় থাকলেই দেশের উন্নয়ন হয়। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশকে ২০৩০ সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের দেশে পরিনত করতে কাজ করে চলেছেন। দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, দলের মধ্যে বিরোধ সৃষ্টি করবেন না। নেতৃত্ব দিতে হলে প্রয়োজন কিছু গুণাবলি। এসব বিবেচনা করেই নেতৃত্বভার দেওয়া হবে। দলের সিনিয়র নেতাদের সাথে আলাপ করে উপজেলা কমিটি গঠন করা হবে।

জেলা আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন বলেন, দলকে শক্তিশালী করতে ঐক্যের কোন বিকল্প নেই। তাই নেতা-কর্মীদের সর্বদা ঐক্যবদ্ধ থাকতে হবে। অপর বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদ শাহীন চাকলাদার। সম্মেলনে কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা পারভিন জামান কল্পনা, আওয়ামীলীগ নেতা আব্দুল মজিদ, যশোর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আলী রায়হান, যশোর-০২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ নেতা এ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এসএম আফজাল, দপ্তর সম্পাদক মাহমুদ হাসান বিপু, নব নির্বাচিত যশোর সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মহিত কুমার নাথ, সাধারণ সম্পাদক শাহারুল ইসলাম, যশোর জেলা আওয়ামীলীগের সদস্য ও বাঘারপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজল, নড়াইল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক জুলফিকার আলী জুলাই, বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মুক্কিযোদ্ধা হাসান আলী ও অরুন অধিকারী, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ও বিল্লাল হোসেন, প্রচার সম্পাদক মিজানুর রহমান, আওয়ামীলীগ নেতা গোলাম ছরোয়ার, পৌর মেয়র কামরুজ্জামান বাচ্চু, ইউপি চেয়ারম্যান সুভাষ দেবনাথ অভিরাম, দিলু পাটোয়ারী, যশোর জেলা পরিষদ সদস্য ইঞ্জিনিয়ার বিপুল ফারাজি, উপজেলা যুবলীগের আহবায়ক রাজিব রায়, যুগ্ম আহবায়ক কামরুজ্জামান লিটন, সদস্য রুবেল রানা, উপজেলা ছাত্রলীগের সভাপতি বায়েজিদ হোসেন, সাধারণ সম্পাদক বিএম শাহাজালালসহ আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশের আগে কেন্দ্রীয়, জেলা ও স্থানীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতিক পায়রা উড়িয়ে ও বেলুন অবমুক্ত করেন অনুষ্ঠানের উদ্বোধক জেলা আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত