দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

2139

Published on নভেম্বর 20, 2019
  • Details Image

দৌলতপুর উপজেলা আওয়ামীলীগ এর ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দৌলতপুর উপজেলা আওয়ামীলীগের ত্রি- বার্ষিক সম্মেলনে উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক সাংসদ সদস্য আফাজ উদ্দীন আহমেদ ও এ্যাডঃ শরীফ উদ্দীন রিমন সাধারণ সম্পাদক এবং সহ-সভাপতি আঃ.কাঃ.মঃ সরওয়ার জাহান বাদশাহ্ এম,পি, সহ-সভাপতি রেজাউল হক চৌধুরী নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এ ঘোষনা দেওয়া হয়। দুপুর ২টায় দৌলতপুর ডিগ্রি কলেজ মাঠে দৌলতপুর উপজেলা আওয়ামীলীগ এর ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মাহাবুব উল আলম হানিফ এমপি, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এস.এম কামাল হোসেন, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আজগার আলী।

জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, কুষ্টিয়া-১ আসনের মাননীয় সাংসদ সদস্য এ্যাডঃ আঃ কাঃ মঃ সরওয়ার জাহান বাদশাহ্ এমপি, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী ফারুক-উজ-জামান, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সাবেক সাংসদ সদস্য আলহাজ্ব রেজাউল হক চৌধুরী।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ শরীফ উদ্দীন রিমন। সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক সাংসদ সদস্য আফাজ উদ্দীন আহমেদ।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত