মিরসরাই উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

1609

Published on নভেম্বর 19, 2019
  • Details Image

চট্টগ্রামের মিরসরাইতে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর কবির চৌধুরী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এ কে এম জাহাঙ্গীর ভুঁইয়া। নির্বাচিতদের প্রতি সবাইকে সাথে নিয়ে কাজ করার আহবান জানান স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। নবনির্বাচিতরা জানালেন নিজেদের দায়িত্ব তারা সঠিকভাবে পালন করবেন।

দীর্ঘ ৭ বছর পর চট্টগ্রামের মিরসরাইতে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার মিঠাছরা হাইস্কুল মাঠে সম্মেলনের উদ্বোধন করেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি। এতে প্রধান অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম। সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ উদ্দিপনা। বিকেল ৩টার আগেই সম্মেলনের মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

এবারের সম্মেলনে আগামী ৩ বছরের জন্য জাহাঙ্গীর কবির চৌধুরী সভাপতি ও এ কে এম জাহাঙ্গীর ভূইয়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নতুন পুরাতন মিলিয়ে কমিটি হওয়ায় নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা গিয়েছে। সকলকে একসাথে নিয়ে কাজ করে যেতে নতুন নেতৃত্বের প্রতি আহবান জানান স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

সকল পর্যায়ের নেতা কর্মীদের একসাথে নিয়ে কাজ করার অঙ্গীকার করে নবনির্বাচিতরা জানান, তৃণমূল পর্যায়ে যে বিভক্তি আছে তা দূর করে দলকে আরো শক্তিশালী করতে হবে।

নতুন কমিটির অন্য দায়িত্বপ্রাপ্তরাও দলকে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার করেন। সম্মেলনে আসা আওয়ামী লীগের নেতাকর্মীদেও প্রত্যাশা, নতুন নেতৃত্বেও হাত ধরে তৃণমূলে আরো শক্তিশালী হয়ে উঠবে সংগঠন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত